অজানায়

কালীকৃষ্ণ গুহ

 

খেলাঘর বাঁধছি ভাবো

খেলাঘর ভাঙছি আবার

কে যে আজ খেলার সাথি

জানি না, কী-ইবা জানি –

না-জানার নির্জনতার

কত-যে জ্যোৎস্নাধারা

কত-যে তমালতরম্ন

নিহিত প্রেমকাহিনি।

 

তবুও খেলছি জানি

ভাঙছি এক খেলাঘর

গড়ছি অন্য আরেক

খেলছি আপনমনে

এই তো খেলার নিয়ম –

অপরূপ খেলার সাথি

বহুদূরে তার বসবাস

খেলছি ঘোর অজানায়।