অনন্ত বিরহ

ইকবাল হাসান

তোমাকে মানায় খুব সুতির শাড়িতে
অশ্লীলতার কথা ভেবে পরিহার করে চলি
গোলাপি স্তনের বিভা, পেটিকোটের মায়াবী বাঁধন
আর কালো ব্রেসিয়ার
যখন বাড়িতে থাকো নিঃসঙ্গ অধিক
ফ্যানের ব্লেডের নিচে উড়িয়ে আঁচল
পরী ভেবে ভুল করে দূরের পথিক
পথে ও বিপথে ঘুরে
ফিরে আসে তোমার দুয়ারে
সমুদ্র জেগে ওঠে ভাতঘুম থেকে
দেখি, সঙ্গমে নয় –
তোমার পরিতৃপ্তি শুধু অনন্ত বিরহে।