এত ভাবনা কোথায় থাকে এত চিন্তা
রাতে ঘুমের সময় নীরব বিশৃঙ্খলা
টেবিলে পুরনো একটা গিটার নিয়ে ছোট্ট টেবিল ঘড়ি
দেয়ালে হাঁটতে থাকে আমার বিচিত্র ছায়া।
রাস্তায় এখন আর হাঁটছে না কোনো কুকুর
কুকুরগুলো ঘুমিয়ে পড়েছে কোথাও না কোথাও
সিটি বাজিয়ে শহরে ঢুকছে সিক্স ডাউন
সিক্স ডাউনে চেপে কতদিন আমি যেতে চেয়েছি চিটাগাং!
আমার মাথায় রাজ্যের যত চিন্তা
কে বলেছে, রাত জেগে আমাকে ভাবুক হতে হবে
এত ভাবনা কোথায় থাকে এত চিন্তা
চাঁদ দেখার আশায় জানালা খুলে দেখি
আকাশে কোনো চাঁদ নেই। চাঁদ না থাকলে
আমি আর পাই না খুঁজে রুপাদের বাড়ি।
ল্যাম্পপোস্টের আলোতে গলিতে বড় বড় ছায়া
এতরাতে কেউ দেখি হেঁটে আসছে
হেঁটে আসছে
অতিপরিচিত এই হাঁটা
লোকটা আমার বাবা হলে
ভয় পাবো, নাকি খুশি হবো আমি?
Leave a Reply
You must be logged in to post a comment.