অনেক শব্দ

সুশীল মণ্ডল

 

অনেক শব্দ ঘোরে আনকোরা নতুন

ওদেরকে বসিয়ে দিতে ইচ্ছে করে

সাদা পাতার দেয়ালে

কবিতার শরীর।

 

গরিব মানুষের পেটে খাবার থাকে না

যাপনে জীবনে কবিতার রেণু

ঝুরঝুর করে ওড়ে

ভাবি এই রেণু নিয়ে

বুনি কবিতার বীজ।

ক্ষয়িষ্ণু চাঁদের গায়ে

জড়িয়ে থাকে নিদারুণ শব্দ

বিষণ্ণ পাখির ডানায় শিশিরের গুঁড়ো

সমুদ্রের তরঙ্গে বিছিয়ে দেয়

ভিজে ভিজে শব্দ

ইচ্ছে করে সে-শব্দের বুননে

লিখে ফেলি সাতকাহন।

Published :


Comments

Leave a Reply