রেজাউদ্দিন স্টালিন
জন্ম কেন হয়?
এই প্রশ্নে ত্রিভুবনময়
দক্ষ যজ্ঞ কা- করে গৌতম
তথাগত। মৃত্যু কেন হয়?
এ-প্রশ্নে আপসহীন বুদ্ধ নির্ভয়।
মৌলিক কথার কোনো সদুত্তর নেই,
বর্তমানই শ্রেষ্ঠ সময় –
ভেবে-অতীতকে ভেঙে ফেলে অনেক বর্বর,
যে-দেশের স্মৃতি নেই, ইতিহাসও থাকে নিরুত্তর।
সিদ্ধার্থের পায়ে-পায়ে দ- রাহুল,
সুজাতারা পায়েসান্ন সেও ছিল ভুল?
নির্বাণের পূর্বাহ্নে অন্তিম আহার,
খ্রিষ্টের শেষ রুটি সাক্ষ্য দেয় তার –
আর দারিদ্রে্যর উপাসক কুন্দের ঘর
ক্রুশের কষ্টে কাঁদে শত জন্মান্তর।
Leave a Reply
You must be logged in to post a comment.