শাহজাহান হাফিজ
অন্ধকার নয়, আলোর দিকে যেতে চাই!
একদিন সেই আদিকালে, ভুবন যখন ছিল
অনন্ত অন্ধকারে আচ্ছন্ন :
ছিল শুধু দিগ্দিগন্ত ছেয়ে সীমাহীন স্থির অবিচল জল,
শুধু জল;
বিধাতা বললেন, আলো হোক; অমনি আলো ফুটে উঠল;
সময় প্রবাহিত হলো; সৃষ্টি-জগৎ হয়ে উঠল চঞ্চল!
সেই থেকে আলোর পিপাসা, জেগে উঠল চরাচরে!
জেগে উঠল সৃষ্টি-পিপাসা বিধাতার!…
সেই থেকে আজ-অবধি, আলোর পাশে অন্ধকার জেগে আছে!
আলো-অন্ধকার, দুটি দিকই, মানুষের জন্য উন্মুক্ত।
কোনদিকে যাবে মানুষ? আলোর দিকে, না অন্ধকারের দিকে!
আজকের পৃথিবীর ভয়ানক এই দুঃসময়,
দিগ্ভ্রান্ত মানুষ, উদ্ভ্রান্তের মতো ছুটছে।
জানে না সে, কোনটা তার সঠিক পথ! কোন দিকে গেলে
সে মুক্তি পাবে!
এই কালবেলায়, কবি আমি, অন্ধকার নয় –
আলোর দিকেই আমি যেতে চাই!
মানবতার পথই আমার পথ! মানব-মুক্তির পথই আমার অন্বিষ্ট!