অন্ধ হতে পারিনি

সোহরাব পাশা

আমাকে বিশ্বাস করো

কেবল তোমার জন্যে অন্ধ হতে পারিনি আজো

বহুকাল আগেই পৃথিবী মুখ ফিরিয়ে নিয়েছে

আমার সকল নিঃস্ব জেনে

ভালোবাসা যেখানে ব্যাকুল ডাকে একা

অধিক উজ্জ্বল দিগন্তের শেষ প্রান্তে

ঝরে প্রার্থনার শুদ্ধজল

 

আমি কোনো গ্রহবৃক্ষ নই

ধু-ধু নির্জন ভাঙা সাঁকোর এপারে দাঁড়িয়ে আছি

মাঝখানে ডেকে ওঠে দীর্ঘ ভয় অথই জলঘূর্ণি

পেছনে বাড়ছে অমারাত্রির কুয়াশা

ধুরন্ধর মেঘের চক্কর

তবু তোমাকে দেখার তৃষ্ণা হৃদপিন্ডের ভেতর

অন্ধশূন্য তুমুল বিষাদ

সুতীব্র দহনে নামছি ঘূর্ণিজলে;

 

তুমি কী ভয়াল এই মৃত্যু দেখেও বাড়াবে না হাত

নক্ষত্রসন্ধ্যায় গোলাপের নিচে নিশ্চুপ দাঁড়িয়ে

হাসবে একাকী মাঝরাতে

পরে জ্যোৎস্নার ঘুঙুর