অন্য এক নির্জনতার দিকে

আশিস সান্যাল

হেঁটে চলেছি
সকাল থেকে সেই নির্জনে।
পাহাড়তলির মাঠে
অচেনা সব লাল-নীল পাখি
হলুদবরণ ফুল
আর টুকটুকে লাল শাড়িতে
শরীর জড়িয়ে
কাজ করছে তিনটি বালিকা।

তাদের মধ্যে একজন বলল :
কোথায় যাচ্ছ?
তোমার চোখে নেই কোনো ক্ষুধা –
কেবল হাহাকার।
হাহাকার দিয়ে জয় করা যায় না কিছুই।
জঠরাগ্নি থেকে
তোমার দুচোখে প্রজ্বলিত করো
দুরন্ত আগুন।

বালিকার কণ্ঠস্বর
ক্রমশ ছড়িয়ে পড়তে থাকল আকাশে।
একঝাঁক পাতিহাঁস
ডানা ঝটপট করে
উড়ে গেল পশ্চিম থেকে পুবে
উদাস চোখে
আমি দেখতে থাকলাম সেই বিরল দৃশ্য।
ক্রমশ আমার চারপাশে
ছড়িয়ে পড়তে থাকল প্রাগৈতিহাসিক অন্ধকার।
মাতৃগর্ভের মতো জমাট সেই অন্ধকারে
জন্মের সম্ভাবনায়
আমি চলতে থাকলাম অন্য এক নির্জনতার দিকে।