অন্য এক ভোরে ফুল ফোটে

অবেলায় কিছু ছেঁড়া গান ভেসে আসে
ফেরে না স্বপ্নময় সময়
বিনিদ্র রাত্রি বসিয়ে রাখে জানালায়
অন্ধকারে তোমার বিষাদ ওড়ে, হাসি ঝরে পড়ে;
দীর্ঘকাল আগে কোনো কবি কী এমন বিহবল
বেদনায় শুনেছিল বাতাসের ধ্রম্নপদী সংগীত
নৈঃশব্দ্যের হাসি শূন্যতার দীর্ঘ ভিড়ে,
তারে ফিরে দেখার উপায় নেই তো একটিবার
সময় যখন কুয়াশার;
বাসনার মৃত্যুর আগেই সকলেই ফিরে যায়,
কিছুকাল চিহ্ন থাকে চিত্রিত কথার
অতঃপর অন্ধস্রোতে ভেসে যায় স্মৃতির অক্ষর
অন্যদিন, অন্য এক ভোরে ফুল ফোটে
স্নিগ্ধ সবুজ রোদের শব্দে জেগে ওঠে
নতুন পাতার সংসার।