প্রণাম হে আর্য,
স্নেহধন্য, পাঠ করি পুঁথিমালা
শ্রমদান শেষ হলে
ফলেফুলে প্রসন্নতা।
কলমে কালিতে ভেদ
ভেদ আছে পুঁথির পাতায়, টেক্সচারে,
আনন্দ ভূলোক ঘিরে নাচে
অরণ্যকে ঘিরে বাঁধ,
জল টলটল – খিদেকে ডোবাই
সেইখানে।
প্রণাম হে আর্য,
অমর বচনমালা, তোমার মঙ্গল-পুথি
আমার দু-চোখ ঢাকে তুলসীর পাতা।
Leave a Reply
You must be logged in to post a comment.