ফাগুন মল্লিক
রোদ, চাপা পড়ে যায় চশমার আড়ালে
সহস্র অজানা ডুবে যায় আলস্যের অতলে।
চেনা ক্ষোভ, অজানা প্রেম – আর কিছু
কবিতার নিঃসঙ্গ প্রেমিক, সন্ধ্যায় সঙ্গ দেয়
ডাক দেয় অসীমের ওপারে – যেখানে স্পর্শ নেই,
প্রেম আছে। সীমান্তের কাঁটাতার নেই,
প্রান্তহীন তেপান্তর আছে।
ঘুপচির চায়ের দোকান, বুকে উচ্ছ্বল আড্ডার দান
বিপরীতে উজ্জ্বল রাজপথ – সুনসান। স্থবির।
বিজয়ীর কালো পায়ে
পিষে গেছে নিরীহ ফুল। প্রাপকের ভুল ঠিকানায়
চলে গেছে প্রেমের শেষ চিঠি।
অথচ এখনো উপপাদ্য শেষ করে স্কুলব্যাগ গোছায়
দিব্যি কোন ভালো ছেলে –
যে নিশুতি রাতে এখনো শহর পৌঁছায়নি।
Leave a Reply
You must be logged in to post a comment.