অমিয় বৃক্ষ অধরাই থেকে গেল

মাহমুদ কামাল

হেঁটে যেতে যেতে যতটা পেয়েছি, আলো
অন্ধকারেই চাদরের মধুরিমা
যেটুকু সকাল সজীবতা এনে দিতো
সেটুকুই ছিল প্রাপ্তির জিজ্ঞাসা
একজীবনের আয়ুরেখা গতিহীন
নদীপথগুলো ছোট হতে হতে মৃত
দেখা না দেখার মাঝখানে যত বাধা
অমিয় বৃক্ষ অধরাই থেকে গেল
ছন্দই ছিল একান্ত অনুভবে
অপছন্দের অতিরেক ঢেউগুলো
ভেঙে দেয় বৃতি নিয়ে যায় দূর দেশে…

কেউ কি ফেরাবে অশরীরী আত্মাকে!