আকাশ এতো দূরে ছিল না

আকাশ কখনো এতো দূরে ছিল না। মক্তবে যাওয়ার আগে পুকুরের জলে হাত ছোঁয়ালে উঠে আসতো শীতল আকাশ।

স্কুল থেকে ফিরে খেলার মাঠে যেতে যেতে দেখতাম, 

গৌরীদি-র শাড়ির আঁচলের মতো, আড়ালি বিলের বামন পুকুরপাড়ে দেশি কমলা রংমাখা আকাশের এক প্রান্ত পাহারা দিয়ে রাখতো আমাদের মাঠ।

এভাবে চলতে চলতে একদিন তুমি এলে,

হাত ধরলে, আকাশ আরো কাছে এলো;

তারপর অনেকদিন একসঙ্গে হোগলা ফল আর কাশফুলের রেণু ছড়িয়ে দিতে দিতে ফিরে দেখি তোমার ছায়াটি নেই! 

সেই থেকে আমি একা।

নিঃস্ব আমি, খুঁজে খুঁজে পায়নাকো তোমার দেখা।

আকাশ এখন সীমাহীন দূরে আর ভীষণ অধরা

শিখেছে কি তোমার কাছে পালানোর ধারা?