আশিস সান্যাল
এখন কাশের বনে
তোমার মুখের মতো নেমেছে রোদ্দুর।
বর্ণময় চারিদিক
চোখ মেলে অনুরাধা দেখি যতদূর।
রঙিন পাখিরা যেন
উড়ে যায় ডানা মেলে চিত্রল আকাশে
সাদা মেঘ যেন আজ
প্লাবিত স্রোতের নীলে নিরিবিলি ভাসে।
বহুদিন পরে আজ
মনে হয় প্রত্যাশার নব জাগরণ।
বিহবল বাতাসে কাঁপে
চারদিকে অবিরত আমলকী বন।
চারদিকে আলোড়িত
যেন এক স্নেহময় সোনালি সকাল
কাছে এসো অনুরাধা
যা কিছু পাইনি আজ
মনে হয় পেয়ে যাবো অবশ্যই কাল।
আশা রেখো অনুরাধা
জীবনের যাবতীয় সব অসম্ভবে।
মন বলে দৃঢ়তায়
আবার আবার সব হবে।
শতাব্দীর অবসাদে
ফুটবে আবার জানি টগর পলাশ
পূর্ণ হবে জীবনের
আবার আবার জানি সব অভিলাষ।