আমার যত আঁকিবুঁকি

কাজী রোজী

সময়কালের ধারাপাতে

   পঁচাত্তর পেরিয়ে গেলাম …

পেছনে তাকিয়ে দেখি

    নেই কিছু নেই –

যা কিছু আমার ছিল

    সবটাই নেই।

কত নদী জল গেল

ডুবসাঁতার হলো না আমার,

কত কেচ্ছা গান হলো

কোনোটাই রইলো না আমার

এখন সময় কাল জানি

দারুণ করোনার স্বেচ্ছাচার

জানি না আর কতকাল

থাকবে এ অস্থিরতা

সেখানেই জমা হোক

করোনার শবদেহগুলো …

থাকবে আমার সব আঁকিবুঁকি

     টেনে নেবে বুঝে নেবে আগামীর করোনার নিঃশেষ দিনগুলো