আমি এই পথে আরো কিছুদিন হেঁটে যাবো
আরো কিছুদিন নীল বাসনায় স্বপ্নের দোল খাবো
সাদা হাঁস আর মেঘ-বালিকারা পথে ছুটে এসে দাঁড়াবেই
ধান-বনগুলো বুক চিরে তার সোনা মনখানা বাড়াবেই
নদী ছিঁড়ে দেবে চিতলের পেট
দোয়েলের শিস অফুরান ভেট
ঘন শালবন দেবে উপহার
মউ-মন গাঁথা ফুল-মালা হার
লাল রং মেখে গোলাপের ঠোঁট ঠোঁটে চুম্বন পরাবেই
মৌমাছি রেগে ঘুম ভেঙে জেগে ঈর্ষার হুল ছড়াবেই
রুপা ঝলোমলো সূর্যের আলো শীত সকালের ভোর
পিঠা-পায়েসের ঘন আয়েশের পিয়াস জড়ানো ঘোর
আরো কিছুকাল বৃষ্টির কাল ঝড়ো বাতাসের তান
আরো কিছুকাল রঙিন বিকাল ফাগুন-আগুন গান
আরো কিছুকাল তোমার পরান কাজল জড়ানো চোখ
মায়া-মমতার সোহাগ ছায়ার লালিমা ফোটানো মুখ
কত অফুরান কোটি কোটি প্রাণ পৃথিবীর মায়া বুক
আরো কিছুদিন চেখে যাবো আমি আরো কিছুদিন সুখ
জানি তারপর ফুরাবে সকাল, বিকালের রাঙা রোদ
ঘন রাত এসে জড়াবে আবেশে মুছে দেবে সব বোধ
তবু এই পথে মৃত্তিকা-রথে আরো কিছুদিন হেঁটে যাবো
ভালোবাসা দুঃখ কুড়াতে কুড়াতে মমতার দোল খাবো।
Leave a Reply
You must be logged in to post a comment.