আরো গভীরে আরো ভিতরে

শিউল মনজুর

এখানেই শেষ নয়। সামনে রয়েছে আরো অসংখ্য রহস্যময় পথের বাঁক। রয়েছে সোনালি পথের ধূলি। বাঁকে বাঁকে শালিক, টিয়া, ময়না ও নানা রং পাখিদের মুখ রয়েছে লুকিয়ে। আর মনে রেখো পথের ধূলিতে উড়ছে দশকে দশকে হারানো ডাক পিয়নের চিঠি অথবা মার্বেল খেলার দিন। অথবা কোথাও কোথাও দাঁড়িয়ে আছে নক্ষত্র বেদনার পাঠশালা। এখানেই শেষ নয়। তোমার জন্যে অপেক্ষায় রয়েছে সমুদ্রের ঝলমলে ঢেউ। ঢেউগুলি গুনে গুনে ডুবসাঁতারে যেতে হবে জলের গভীরে আরো ভিতরে আরো গভীরে। আর মনে রেখো তুমি, এই ভ্রমণ স্বপ্নের ছুটন্ত মায়াবী ভ্রমণ। এই ভ্রমণে নেই কোনো বন্দর, নেই কোনো স্টেশন। তোমাকে যেতে হবে এক বাঁক পেরিয়ে আরেক বাঁকে। বাঁকে বাঁকে রয়েছে সম্ভাবনার আশ্চর্য দিগন্ত। এই ভ্রমণ দিগন্ত পেরিয়ে নতুন দিগন্তের যাত্রা।