আলোক জলের শিহরণ

আলোক দীপে শিহরিত চোখ

গাছের ভাঙল ঘুম

লজ্জায় মায়া, উষ্ণ স্রোতে ডুবেছে ঠোঁট

হৃৎপিণ্ডে ধক্ ধক্

আঙুলের করোটিতে উঠে আসে –

স্ফীত স্তনের হাসি

জল ভেঙে প্রজাপতি উড়ে যায়

কপালে ঘামবিন্দু

লাঙলের ফলাতে মৃত্তিকার স্বপ্ন –

বিদীর্ণ কোলাহল ছেড়ে জন্মাবে নতুন পৃথিবী …