আশ্চর্য সম্পাদক

হয়তো-বা দ্বিধা নিয়ে, খানিকটা সংশয় নিয়ে

একসঙ্গে পাঠিয়েছি

কয়েকটি কবিতা।

বলেননি একবারও, কিছুই হয়নি,

বলেননি কোনোদিনই, বিবেচনাধীন,

বলেননি, জমে আছে বিস্তর কবিতা,

দেখা হয়নি, দেখে উঠতে সময় লাগবে।

আপনি সত্যিই এক আশ্চর্য সম্পাদক,

সমীহজাগানো, স্নিগ্ধ উদারতা নিয়ে

বারবার ছেপেছেন আমার কবিতা।

পত্রিকার মূল্যবান সাদা পাতা

ভরে গেছে তৃণতুচ্ছ কবিতায়

ক্রমশই গাঢ়তর হয়েছে বিস্ময়।

এত ভালোবাসা আর এতটা প্রশ্রয়

এ-জীবনে কোথায় বা পাব।

বাংলাদেশে আপনি ছিলেন এক নির্ভরতা,

পরম আশ্রয়, সে-কারণে আপনাকে বহুদিন শ্রদ্ধায়, সম্ভ্রমে মনে রাখতে হবে।