বহু বাঁকাচোরা গন্তব্য নিয়ে মরে যাচ্ছে
০১টা জোড় সংখ্যার বছর!
হই হই
ওই জিতে গেছে আর্জেন্টিনা
ছত্রিশা অপেক্ষার পর,
বিজয়ী পতাকার তলে
পেলের কবর।
যা ছিল চলার
তারও চেয়ে নিয়মনিষ্ঠায়
চলিতেছে সার্কাস।
পলকা পৃথিবী ভারী হচ্ছে
এত এত শিয়ালের শ^াস!
প্রেমেরা সাবেক আর আসন্ন
জারি থাকুক
ব্রেকাপের বিউটিসহ সঙ্গমের ক্লাস।
সুগার বাড়ুক
চেখে দেখা চলুক
ব্রাউনি ও বিয়ারের গ্লাস।
০১টা বেজোড় সংখ্যার বছর জন্ম নিচ্ছে
মাড়াতে সব সোজাসবুজ ঘাস।