আসুক আবার বৃষ্টি

মেহেদী ইকবাল

এতক্ষণে বৃষ্টি তবে থামলো! বৃষ্টির সাথে প্রকৃতির কত কথা
পাতারা মুখিয়ে ছিল, সবুজ বৃক্ষরাজি আর নদীর দুইপাড় জুড়ে
যে-ঘাসের বন, তারা সব অপেক্ষায় ছিল।
অপেক্ষায় ছিল মৃত্তিকার গভীরে গোপন গর্ভবীজ
রোদে পুড়ে ক্লান্ত কাক আর দলবদ্ধ শালিকেরা সব!
সমূহ কষ্ট ভুলে পানকৌড়ি তাকিয়েছিল আকাশের দিকে
কাঙিক্ষত ছিল সবার সফল সঞ্চালন হাওয়ার।
আজ বৃষ্টিশেষে উৎফুল্ল প্রকৃতি, সবুজ মেলেছে ডানা উৎসবের মেজাজে
পথে পথে উজ্জীবিত মানুষের মুখ, দেখি আজ মুখরিত সকল জনপদ
সবাই আজ ফেলেছে ছুড়ে হিসাবের খাতা, কী লাভ ছোট-বড় ভেদরেখা টেনে?
আসুক আবার বৃষ্টি, ধুয়ে যাক বিভাজন মলিনতা সবার
পতন আর পচনের দিনশেষে বাঁচুক সংঘশক্তি মানুষের!