আস্তাবল

দেবাশিষ মহন্ত

 

কাউকে না বলতে পারি না।

শব্দে, চলাফেরায় সৎ থাকি নিজের কাছে।

কার্তিকের জ্যোৎস্নায় অন্য ঘোড়া।

ঠোক্কর মারছে ক্ষুরে ক্ষুরে।

ফুসলিয়ে নিয়ে যাচ্ছে আমাকে আস্তাবলের দিকে।

নতুন সওয়ারি। ভাবছে ‘কিছুই দেখেনি খোয়ার...।’

 

আস্তাবলের চিঁহি।

টিউশনে টেনে দিচ্ছে ইন্টারভ্যাল।

মাঝেমধ্যে আমার পথ না আগলে

একটা নতুন বনভূমি খুঁজে নিলে…

যেখানে কবিতা, রোদ্দুর আর বৃষ্টি

রোজ একসঙ্গে পা ছড়িয়ে

সারাদিন ধরে চলে আড্ডা।