ফিরে এসো ইকারুস
ডানা পুড়ে যাবে
সূর্যকে ছুঁতে নেই
ওসব দেবতাদের একান্ত ভুবন;
ফিরে এসো মাটির কাছাকাছি
রেখে দিবাকর মাথার পেছনে
নতজানু হও মা-ভূমির কাছে;
বরং রোপণ করো একটি বৃক্ষের চারা
গর্ভে ধরিত্রীর
নতুন বীজসৃজন দেবে অমরত্ব তোমায়
স্বপ্ন রাখো আকাশে
দুটি পা পৃথিবীর বুকে;
ফিরে এসো ইকারুস থাকো মা-মাটির কাছাকাছি ॥