উড়ে যায় সময়

শরতের শিউলি ঝরে পড়ে রোজ

শিশুকালের আলো-আঁধারের স্মৃতি

কত চেনা অচেনা ফুলের বাগান

আর সব ভুতুড়ে বাড়িতে ফেরার গল্প।

কত কান্না ঝরে যায়

চোখের পাপড়ি বেয়ে

কাঠ চেরাইয়ের কলের নিচে

নিজেকে শুইয়ে রাখি।

তবু ভুলতে পারি না

কাকে? এখন আর

বলতে পারি না। শুধু মনে হয়

কেউ একজন ছিল।

কাশবনে গেলে হয়তোবা

তাকে খুঁজে পাওয়া যাবে

কিন্তু বিষণ্ন সময়গুলো

পরিযায়ী পাখি হয়ে উড়ে উড়ে যায়।