একটি করে জলের ফোঁটা

জলধি হালদার

 

প্রতিদিন

একটি করে জলের ফোঁটা

পার হই

 

তাদের করুণায় ভিজে ভিজে

গাঢ় সন্ধ্যার শেষে

জীবনের নিকটে আসি

 

আস্তে আস্তে যখন খুলে যায়

গোপন চন্দ্রাতপ

তোমাকে আরো সুন্দর লাগে

কপালের টিপ থেকে মর্মভেদী আলো আসে

 

একটি করে জলের ফোঁটায়

ভাবলেশহীন অস্ফুট ভাষায় আমি প্রত্যহ

জীবনের চেয়ে মৃত্যুকে বেশিবার উচ্চারণ করি

 

তুমি এলে আর একটি জন্মের নামকরণ হয়