অজস্র খালি পা রোদভেজা শিশির মাড়িয়ে
গভীর নির্বাক বেদনা সঙ্গী করে হেঁটে যাচ্ছে
ঋজু ভঙ্গিতে সহিষ্ণু আর শান্ত প্রসন্ন সূর্যের দিকে,
একদিন প্রতিদিন রাত্রির কার্বনে ঢেকে গেছে ওই ভোরের জানালা
মানুষ ভুলেছে মেধাবী পথ অন্ধ কুয়াশার দীর্ঘ ভিড়ে
সুবর্ণ দরোজা খুলে যেত ময়লা আঙুলে;
আজ এই ভোরবেলা পৃথিবী দেখছে অন্য এক
অশ্লীল বিষন্ন রাত্রি ভাঙা অমলিন
অমিতাভ ভোর
এই ভোর প্রবল উচ্ছ্বাসে উপচে পড়ছে প্রান্তহীন নীলিমায়,
পৃথিবীর সব গোলাপ ফুটেছে বিনম্র আঙুলে আজ
এই ভোরে ফুটেছে ব্যাপক আগুনের বুনোফুল;
সমগ্র সড়কে, ধুলোয়, ঘাসে ক্ষিপ্রতায় উড়ছে ফুল
বাতাসের নির্ভার ডানা থেকে ঝরে পড়ছে
গুচ্ছগুচ্ছ পাপড়ি শহিদ মিনারে;
আজ এই ভোর পাঠ করছে রোদের নামতা
চেতনার সড়কে অজস্র পবিত্র পা
এগিয়ে যাচ্ছে প্রসন্ন সূর্যের দিকে