এক একটা মুহূর্তে

গৌতম হাজরা

 

কোথাও কোনো কাতরতা নেই। শুধু

খ-চিত্রগুলি উঠে আসে একাকী নীরবে।

দেখি, জেগে আছে একা মৃত চাঁদ

ক্ষয়ে যাওয়া পৃথিবীর অাঁশের চাদরে।

 

প্রতিদিন কে মোছে ওই বর্ণ লিপিমালা?

কে দেবে এর উত্তর?

উজানে হাওয়ার টান, চেপে ধরে ওই দাহমুখ

ক্রমে নীল হয় দীর্ঘশ্বাসের এক করুণ কাহিনি।

 

ভাষাহীন মিছিলে কাদের ওই বিক্ত অভিমান?

অস্থির রক্তের ভেতরে রূপান্তর উঠে আসে

দেখি, বিদ্যুৎরেখা, ঝড় ও ভীষণ দাপটে

তছনছে অবিরাম …

নিংড়ে নেওয়া এক একটা মুহূর্তে!