এই তো উন্মুখ হয়ে আছি
আর হাওয়ার প্রপেলারে কেটে যাচ্ছে সময়।
জড়বাদের কথা বলতে বলতে নিজেই এঁকেছি
আমার অস্তিত্বের একটি অবিনাশী রূপরেখা।
নতমুখ হয়ে আছি, ঝুঁকে আছি তোমার দিকেই
পুণ্যতোয়া জলে শুদ্ধ হবার বাসনায়।
কোনো বিষাদে নয়, কোনো আহ্লাদে নয়
নিঃসীম কোনো সত্যের মুখোমুখি হয়ে
অভিজ্ঞতার সবটুকু দিয়ে অনেক হেঁটেছি।
জ্যোৎস্না ও জলে ভিজতে ভিজতে
কেমন ফুটে আছে চিরায়ত অনুরাগ!
এমন কোনো দৃশ্যালোক নেই
যা দিয়ে তোমাকে বেঁধে রাখতে পারি।
Leave a Reply
You must be logged in to post a comment.