ওঠো, আমার নাওয়ে ওঠো

বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর

 

ওঠো, আমার নাওয়ে ওঠো

আমরা অনেকদূর যাব

পদ্মা পেরিয়ে মেঘনা পেরিয়ে।

 

সারারাত নাওয়ে বাতি জ্বলবে

ঝড় এলে বাদাম নামিয়ে দেব

তুমি আমার পাশে গুটিসুটি হয়ে বসে থাকবে

আর মাটির চুলায় ভাত বসিয়ে দেবে।

 

ওঠো, আমার নাওয়ে ওঠো

আমরা অনেকদূর যাব

অনেক অনেক নদী পেরিয়ে ছোটবড়ো নদী পেরিয়ে

তোমার গলা জড়িয়ে আমরা ঝড় দেখব

তোমার কাঁথা গায়ে জড়িয়ে আমরা নকশীকাঁথা বুনব।

 

ভালোবাসার নকশীকাঁথা তুমি আমাকে উপহার দেবে

আর

আমি তোমাকে উপহার দেব নিঝুম দ্বীপের শাড়ি।

 

ওঠো, আমার নাওয়ে ওঠো,

আমাদের অনেকদূর বিশাল দূর পার হতে হবে।