কখন যে মুক্তি

কাজল বন্দ্যোপাধ্যায়

 

কখন যে ছোট, খুব ছোট হয়ে গেছে

আমার পৃথিবী টেরও পাইনি।

এই তো সেদিন মহাবিশ্ব ছিল আমার ভাবনায়,

বিশ্ব রাজনৈতিক ব্যবস্থায় ছিল আমার আকুল আগ্রহ,

সাধারণ অণু-পরমাণুর নিয়ম-কানুনে,

যাবতীয় ন্যায়-অন্যায়ে।

 

তারপর একদিন হতভম্ব হয়ে দেখতে পেলাম

ছোট-ছোট ঘরের ভেতরে কী জমে আছে দীর্ঘকাল,

বাগাড়ম্বরকারী মানুষের ভেতরে,

কতো পুরনো আর প্রায়-পাকা সব জট,

আর তারাই ছড়িয়ে পড়েছে চারদিকে, দূরে!

 

আমি এখন ভাবি শুধু ক্ষুদ্র মানুষকে নিয়ে,

বোঝার চেষ্টা করি কতিপয় ছোট পরিসরকে মাত্র

 

অন্ধ হয়ে যেতে চাই, চোখ তো দেখাচ্ছে শুধু দাপট

কালা হয়ে যেতে, কানে আসছে শুধু চিৎকার।

এ আমার ঘরের খবর, আশ্রয়স্থলের।

মুক্তি আছে বুঝি মৃত্যুতে।