কতকগুলো দুপুর বিপুল আঁধারে একা

[কবি ফারুক মাহমুদ বন্ধুবরেষু]

এক একটি কবিতা পড়ি কবিবন্ধুদের আর দেখি, বিপুল আঁধারে

কতো যে জোনাকি জ্বলে, কতো কতো আলো চারদিকে

বুকের ভেতর যেন বিষণ্ন দ্বীপের মতো জেগে ওঠে হাহাকার

সময় অভাবহেতু পড়ার সময় হয় শুধু মধ্যরাতে

শূন্যতা ছোবল মারে বিষাক্ত সাপের মতো, দেয়ালের

টিকটিকি – মুখে পোকা – গিলে ফেলে চোখের পলকে …

যেন ওই পোকাটির মতো আমাকেও গ্রাস করে জীবন-জরায়ু

আর আমি শূন্যতার তলপেটে বসে ভাবি, এতো কষ্ট কেন দাও?

কেন এতো পরিব্যাপ্ত বেদনার ছবি আমাকে দেখাও বারেবারে?

কতো দূর যেতে হবে আর –

কতো দিন পরে

জোনাক পোকার মতো আমিও উঠবো জ্বলে বিপুল আঁধারে?

টরন্টো, কানাডা

জুলাই ৩১, ২০২১