কতকগুলো দুপুর

কতকগুলো দুপুরের ভাষা আছে সুন্দর

কতকগুলো দুপুরের জমে ওঠা সর তরতাজা সজীব

কতকগুলো দুপুর আবার বড্ড বাজের বাজে

কতকগুলো দুপুর এক্কেবারে যাচ্ছেতাই

দাঁত বের করে হাসে ঠাঠা

কতকগুলো সন্ত্রাসী দুপুর কোমরের ওই খাঁজে

লুকিয়ে রাখে চকচকে পিস্তল

কতকগুলো দুপুর আলসেমি করে শুধু

পায়ে পায়ে ঠেস রাখে সারাটা সময়

কতকগুলো দুপুর নিজেই আনমনা কি জানি কেন

কতকগুলো দুপুর বুকের ’পরে মারে মুগুরের ঘা

কতকগুলো দুপুর মেলে ধরে জীবনের খাখা।

২০১৫