বাড়ি ছিল মধুপুর গিরিডির
কোন্ খনি আর জঙ্গলের ধারে
ছোট্ট ঝোরা পাথুরে পথে ঘোরা
খানিক গান অনেক কথার মাঝে
বদলে গেল জীবন-পাঠ
চমকে উঠে সরিয়ে দিলাম
বইয়ের পাহাড়
ডুব দিলাম ওই গভীর
গিরিখাতে
উপত্যকায়
নদীর গভীর জলে
চুপচাপ
রাতে ঘুম নেই
পাতায় আঁকিবুকি
কলম টেনে আঁচড় কাটা
সেও রইল বাকি
একটাই সুর একটাই তান
মুহূর্তটাই সব
মুহূর্তটাই সব
Leave a Reply
You must be logged in to post a comment.