কবির আত্মকথন

এখনো মনে হয় কেউ না কেউ আছে

কোথাও না কোথাও নিরিবিলি পড়ছে আমার কবিতা

শিল্প-খোঁজা, আনন্দ-উদ্বেল তরুণ কি তরুণী

বুঁদ হয়ে আছে, জগতের সকল নেতির মাঝে ব্যতিক্রম

ওরা আছে, প্রবল নাদ ও ঢাকঢোল পিটানোর মাঝে

ওরা মজে আছে, যেন দূর থেকে হাসছেন ঠাকুর।

ভাগ হয়ে যাওয়া ব্রহ্মাণ্ডের বুকে ওরা গাইছে মানবিক গান

যেন রাশি রাশি পুষ্প ঝরে পড়ে আছে ধুলোর পৃথিবীতে

এখনো অমলিন চাঁদের পীযূষধারা ‘বইছে ভুবনে’

এখনো কবিতা আছে, কোথাও না কোথাও পাঠ হচ্ছে

কবিতা, শিল্পের সুষমা মেখে এখনো কেউ না কেউ বাড়ি ফিরে আসে।