কবি, প্রাবন্ধিক ও সম্পাদক আবুল হাসনাত স্মরণানুষ্ঠান

কালি ও কলমের প্রতিষ্ঠাকাল থেকে এর সম্পাদক আবুল হাসনাত, কবি-নাম মাহমুদ আল জামান, ছিলেন একাধারে কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, চিত্র-সমালোচক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রগতিচিন্তার নিরলস বাহক ও সর্বোপরি একজন সফল সম্পাদক। আবুল হাসনাত তাঁর নানাবিধ কাজের মধ্য দিয়ে বাঙালির মনোগঠনের পরিচ্ছন্ন ভাবধারা, স্বরূপের অনুসন্ধান ও বহুত্ববাদী সংস্কৃতির ভাবনাচিন্তায় যে-মাত্রা সঞ্চার করেছিলেন তা এদেশের বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রকে প্রসারিত করেছে। বিশেষত এদেশে শিল্পকলা বিষয়ে মানুষকে উৎসাহী এবং গ্রন্থপাঠে আগ্রহী ও পাঠরুচি তৈরিতে তাঁর ভমিকা অনস্বীকার্য। প্রায় এক বছর আগে ২০২০ সালের পহেলা নভেম্বর তিনি পরলোকগমন করেছেন।

আবুল হাসনাতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১, বিকেল ৫টায় এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখবেন সৈয়দ মনজুরুল ইসলাম, সেলিনা হোসেন, তারিক সুজাত, মতিউর রহমান এবং ডা. সারওয়ার আলী। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন অদিতি মোহসিন এবং কবিতা পরিবেশন করবেন হাসান আরিফ। অনুষ্ঠানে আবুল হাসনাতকে নিয়ে বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত ‘আবুল হাসনাত স্মারক’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।

বিকেল ৫ টা
শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
কবি সুফিয়া কামাল মিলনায়তন
জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা

অনুষ্ঠানসূচি

বক্তা
তারিক সুজাত
সৈয়দ মনজুরুল ইসলাম
সেলিনা হোসেন
মতিউর রহমান
ডা. সারওয়ার আলী

সভাপতি
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী

রবীন্দ্রসংগীত পরিবেশন
অদিতি মহসিন

কবিতা পাঠ
হাসান আরিফ

‘আবুল হাসনাত স্মারক’ গ্রন্থের মোড়ক উন্মোচন