কান্না

শ্যামলকামিত্ম দাশ

 

আগে খুব কাঁদতে পারতাম। রাজপথ ভিজিয়ে

ভেউ ভেউ করে কাঁদতাম।

ঝিরিঝিরি কান্নাগুলো ছিল দেখবার মতো।

জঙ্গলে গোধূলি, তবু থামবার নাম নেই।

 

এখন আর তেমনভাবে কাঁদতে পারি না।

চোখ পাথর।

বুক আইঢাই।

মন ঝাপসা।

কান্নাগুলো অমত্মঃপুরের রাসত্মায়

থমকে দাঁড়িয়ে থাকে।

বেরোবার রাসত্মা খুঁজে পায় না।