পারিসা ইসলাম খান
নদীরা আমাকে ভালোবেসেছিলো
ভেসে যেতে জানি বলে l
সেই সাহসেই ছায়াপথ ধরে
নক্ষত্রের কোলে –
হেঁটে গেছি শুধু, ঠিকানা না জেনে
নিরুদ্দেশের পানে,
কারণ ছিল না –
সমুদ্র সেটা জানে l
মরুভূমি হয়ে, লোকালয় ছুঁয়ে
পাহাড়ে, সাগরে, শস্য-আলয়ে
জীবনকে দেখে, জীবনকে চেখে
নিজেকে পুড়িয়ে, অযথা ফুরিয়ে
নিঃস্ব হয়েছি, নিঃস্ব হয়েছি
কারণ ছিল না, কারণ ছিল না
নিঃসঙ্গতা জানে l
পলি ও পাথরে ঘর বাঁধা শেষে
ফিরেছি আবার মাধুকরী বেশে
তোমার দুয়ারে আঁচল পেতেছি
প্রাপ্তির আশা, দুরাশায় রেখে
যেচে পড়ে শুধু ভিখিরি হয়েছি
কারণ ছিল না, কারণ ছিল না
অন্তর্যামী জানে l
পৃথিবী আমাকে ভালোবেসেছিল
মেনে নিতে জানি বলে l
সেই ভরসায় তুমি এসেছিলে
আবার গিয়েছো চলে –
আমি থেকে গেছি, গোত্রবিহীন
শিরোনামহীন গানে,
কারণ ছিল না –
মহাকাল সেটা জানে l
Leave a Reply
You must be logged in to post a comment.