কালো পাখি

শ্যামলকান্তি দাশ

মানুষ নয় জন্তু নয় – পাখি।
পাখি আমার লোমশ কালো পাখি,
বক্ষদেশ বিদ্ধ করে, আর
আঙুর ছিঁড়ে খায়।

পাখি, আমার বনের কালো পাখি,
সামনে-দূরে ধাঁধামজার দেশ,
জটপাকানো ডানাপালক নিয়ে
বেরিয়ে এসো, দেখি।

আবার দিন, বৃষ্টিভেজা
ঘন হাওয়ার দিন,
দেখতে দেখতে ফুরিয়ে যাক মেঘ,
তখন বোঝা যাবে, তুমিও কত রাস্তা চেনো, আর
তুমিও কত বুঝতে পারো ঝড়!

মানুষ নয় জন্তু নয় – পাখি।
মিলন শেষ হলে, বনের শেষ ধাপ –
পাখি কোথায় থাকে,
ঠুকরে খাওয়া আমার চোখ ছেড়ে
অন্ধকারে পাখি কোথায় যায়!