একটা সুন্দর দৃশ্য শতধারায় মনে থাকে
অনেক কাল।
বহু অনুপম ঘটনা
জীবনের শূন্যরেখা পর্যন্ত – যায়।
কিছু কথা মন থেকে মোছে না কখনো।
রক্তের প্রবাহে লেখা হয়
চেতনার চিলেকোঠায় থেকে যায়
কিছু সুবাস জাগানো কথা।
আদিগন্ত সবুজে ভরা দুই একটা হাসি কান্না।
সাগরের ঢেউ হয়ে ঘুরে বেড়ায়
স্রোতে স্রোতে
দুই একটা চোখের চাওয়া।
প্রেম-চোখ, ভালোবাসা-চোখ
এক জীবনে হয় না হারা।
দুই-একটা গান অনুরণিত হয়
পাহাড়ে পাহাড়ে।
কিছু সুদৃশ্য মুখ গভীর ঘুমের মধ্যেও
জেগে থাকে।