দিলীপ কির্ত্তুনিয়া

কী ভাঙবে আমরা জানি না

হয়তোবা পাথর ভাঙবে।

কী হুড়মুড় করে ভেঙে যেতে পারে

নদীতে –

নদী পাড় হয়তোবা হবে।

এই তো ভেঙেছে চিরকাল

পাখির বাসা-গাছের ডাল।

কোনো কোনো সময় দেয়াল।

কিন্তু এসব ছাড়াও খেলাঘর ভাঙে।

সংসার ভাঙে। মনও ভাঙে।

ভাঙে বুক। ভাঙে কথা। ভাঙে অবিরল।

অশীতিপর সময়েও ভাঙে। ভালোবাসা ভাঙে।

শব্দ খুঁজতে বেরিয়েছি তার স্বপ্ন ভাঙার।