কুবো

নীরেন্দ্রনাথ চক্রবর্তী

একটা পাখি ডেকে যাচ্ছে ভরদুপুরে আজ

অদূরে কোথাও, অবিরাম।

আর সে যতই ডাকে, ততই আমার

চেতনায়

আবছা হয়ে আসতে থাকে ট্রাম, বাস, জগঝম্প আর

সাততলা-আটতলা

হাইরাইজ বিলডিং নিয়ে কলকাতা শহর।

 

ডাক শুনেই বুঝতে পারি, এ আমার চেনা জলচর

কুবো পাখি। অজপাড়াগাঁয়

গেরস্তবাড়ির

যৎসামান্য দূরে হাজামজা

ডোবার কিনারে ঠায় নিরঞ্জন দুপুরবেলায়

নিরালা একাকী

ঠিক এমনি করে ওরা ডাকে।

 

কিন্তু ও এখানে ডাকছে কাকে?

শান-বাঁধানো নির্জলা শহরে ওই জলচর পাখি

কেন এলো, কী করে বা এলো?

কিছু্ই বুঝি না। শুদু জ্বর গায়ে বিছানায় শুয়ে

আমি ওর ডাক

শুনে যাই, শুধু শুনতে থাকি।