বুড়ো তেজি, জেদি আর
তির নয়, বাক্যভরা দ্রোণ
নিয়েছি শরণ।
লিখেছি অনেক কিছু
ঘাসে মুখ
যে-নাড়াটি বাঁধা
তাকে আলগা করেছি গোপন।
কত শব্দ, প্রতি ক্লাসে,
কূট ও কচালি,
এক একটি আচমন শেষে
হাত মুছি,
মুণ্ড ভাঙি কুশদের, কুশলতা তেমন মানি না।
শ্রদ্ধায় নিচু হয় মাথা,
তবু ঈষৎ পক্ব আমি এবং কপট।
শিক্ষা ক্রমবর্ধমান, পত্রপুষ্পে বিগ্রহটি ঢাকা
পাঠ নি-ই আর মন্ত্র লিখি,
কীভাবে নাচাব তাকে কামে ও অকামে –
দেবতা ও দেবীদের যেরকম দিয়েছি জড়িয়ে।
অর্ঘ্য দিয়েছি, তার হাত থেকে
নিয়েছি যোদ্ধার দক্ষ বেশ –
এই হাতে মসিপাত্র; এই হাতে আর এক মসি
ছেদ করে গুরু মুণ্ড, দ্রোহী।
Leave a Reply
You must be logged in to post a comment.