কৃষ্ণগহ্বর

অমূল্য সময় গেল   অবুঝ প্রেমে

আর  বাকিটা বয়স   অতৃপ্ত কামে

কিছুটা কাল   ইট-কাঠ-কড়িবর্গার ধামে

আর বাকি কালবেলা    ঠুঁটো ঈশ্বরের নামে;

এই সব কিছু নিয়ে   জীবন শিরোনামে

দুর্বল লেখকের    ব্যর্থ চিত্রনাট্য যেমন

পায় না   কখনোই   প্রাণ     উজ্জ্বল পর্দায়

তেমনই   অজান্তে    আমাদের    অযুত সুখ-দুঃখ-স্মৃতি

কত না আলোকবর্ষের   অপূর্ণ    স্বপ্নসাধ যত 

অচিন এক   কৃষ্ণ গহ্বরে

হারিয়ে যায়    চিরতরে   অনাদরে   অবহেলায়

কী এক    আদিম  বিষণ্নতায়;

ভাগ্যিস      হারায়!