রীপা রায়
চারিদিকে এত বেগানা বাতাস
কৃষ্ণচূড়ার খোলা চুলে লালটিপ
অগোছালো অগোছালো লাগে।
ওর কি হায়া আছে?
মেঘ ডাকলে তাকে ডেকে যায়
বৃষ্টি এসে ওকেই ভেজায়।
অসময়ে ছড়িয়ে দেয় আধপনা ঠোঁটে
আকুলে-বিকুলে একা লাগা রূপ
প্রগাঢ় ভোরে খুব বেহায়া হয়ে
ফুলে আর ফাগুনে ধুলো মেখে নিশ্চুপ।
ওর প্রতি কি ছায়া আছে,
কালো রাত এসে শুধু আলো চমকায়
স্যাঁতসেঁতে মাটিতে অনুনয়ে কাতরায়
চকচকে ত্বকে পিছলে যাওয়া আলোতে
ফুল খসে যায় নিয়ে গাছের নির্মোক
ওর কি জানা আছে এত কলকাকলিতে?
ফুলে-ফুলে চুপচাপ আগন্তুক চোখ।
চারিদিকে এত ব্যাকুলতা… উলস্নাস প্রতিরোধ
কৃষ্ণচূড়া, লুকাবে কোথায় আর
চাপা হাসি, চাপা ক্রোধ, চাপা-চাপা রোদ…
Leave a Reply
You must be logged in to post a comment.