ক্ষুধা ও প্রেমের ভাষা

ফারুক মাহমুদ

 

প্রেমের থাকে না কোনো পরবর্তী দিন

প্রত্যহ নতুন পৃষ্ঠা, প্রতিদিন নতুন অধ্যায়

 

লেখার দক্ষতা চাই, পাঠের দক্ষতা আরো বেশি প্রয়োজন

না-হোক মন্ত্রের ভাষা, প্রতি জন্ম প্রতি মৃত্যুক্ষণ

ফিরে আসে ফিরে চলে যায়

 

ক্ষুধা ও প্রেমের ভাষা চিরকাল দিকচিহ্নহীন

 

যখন প্রেমের সঙ্গে থাকি

বিষের পেয়ালা রাখি হাতে

 

প্রেম, সে, নিজে কি জানে – কী ঘটিবে আসন্ন প্রভাতে!