ক্ষুধা মেটানোর জন্য
কত রকমের অগ্নিকুণ্ডে পুড়ি!
ক্ষুধা নিবারণের জন্য
চব্বিশ প্রহর ছোটছুটি করি
চব্বিশ জায়গায় পা রাখি!
স্থির থাকতে পারলাম না –
স্থানান্তর হতে হতে
আশ্রয়চ্যুত হতে হতে
স্থায়ী ঠিকানা বলে আমার কোনো ঠিকানা নেই!
আমি কি আমাকে রপ্তানি করিনি?
আমিও এখন পণ্য!
ক্ষুধা মেটানোর জন্য
কত রকমের জার্সি পরি
কত রকমের পোশাক পরি
কত রকমের জুতো পরি!
কেতাদুরস্ত হওয়ার পরও –
শৃঙ্খলার নামে অপমান সহ্য করি!
কত দক্ষতার নামে
কতভাবে নিজেকে তৈরি করি!
তৈরি হয়ে কোন চুল্লির জ্বালানি হই?
সমুদ্রের মাছ হয়ে অ্যাকুয়ারিয়ামের জলে বাস করি!
অ্যালার্ম শুনে অ্যালুমিনিয়ামের ঘরে ঢুকে পড়ি!
নিজের নমনীয়তা কমনীয়তা হারিয়ে
কুয়াশা-হাওয়ার ভেতর অশ্রুজড়িত হয়ে
কোন অগ্নিকুণ্ডে পুড়ে ছাই হই!
Leave a Reply
You must be logged in to post a comment.