তাপসকুমার রায়
ধরো, এই গ্রহ
যদি কোনোদিন রেগে ওঠে
রেগে উঠে মাথা ঝাঁকিয়ে যদি বলে
আমার এ অতিদূর সময়ের ভার
আর রাখবো না –
যদি জল নেমে যায়, পাহাড় ভেঙে পড়ে
যদি ঘুমের মধ্যে গর্ভের শিশু নড়ে
যদি আলো নিভে গিয়ে সূর্য হয়ে পড়ে এক মৃত নক্ষত্র
যদি সমস্ত সবুজ মুছে গিয়ে
আকাশ ভরে যায় কালো কার্বনে
যদি প্রাণের মধ্যে প্রাণ
আর জন্ম না নেয়
যদি সেদিনের ঘুম থেকে আর কখনো না জাগি
তবে বলো, তবে বলো, সেদিনের কথা ভেবে
কী করে আমি মাথা ঠান্ডা রাখি…?