শূন্য থেকে ফের শুরু হোক।

ভিতের যেখানে যেখানে ফাটল, খোদল হয়ে আছে

চিপস বালি সিমেন্টে ফের ঢালাই করা হোক

পিলারে লেগেছে নোনা, টাই-বিমে চিড়, খসা

                                         পলেস্তারা

খসিয়ে খসিয়ে আবার নতুন আঙ্গিকে বাঁধা হোক।

সময় কিছুটা যাবে, সইতে হবে নির্ঘর থাকার

                                              দুর্ভোগও

তা হোক, তা হোক, তা মেনে নেয়া যাবে

ভয়ে ভয়ে দিনরাত গুজরান হবে না আর

                        পেলে কোনো ঝড়ের সংকেত।

শূন্য থেকে ফের শুরু হোক।

লবণপ্রবণ জমির শুদ্ধিকরণ রসায়ন জানা

অবিলম্বে হোক সে প্রয়োগ

ঝড়-জলে ভেঙে থাকে ঘর, ফের ঘরামি সারায়

সারানোর অবস্থা না-থাকলে তা সে নিজেই গুঁড়ায়

ঘর তো! হেলাফেলা করার মতো নয়!

নবীন উদ্যোগে এসো

শূন্য থেকে গড়া শুরু হোক।