শিউল মনজুর
ভাল্ লাগছে না। ভাল্ লাগছে না। করপোরেট ভুবনে উড়ছে
উদ্বাস্ত্ত ধূলি। প্লিজ হাত বাড়াও। মেঘের ভিতর জন্ম নিচ্ছে
ঘুমের পিপাসা। সারিগাঙে উঁকি দিচ্ছে মাছরাঙা মাছের ঘর।
ভাল্ লাগছে না। একদম না। দিঘির বাগানবাড়ি, একা একা
ঘুরছে প্রজাপতি। বেলাশেষে চলে গেছে সমুদ্রজলের ধীবর।
ভাল্ লাগছে না। ভাল্ লাগছে না। প্লিজ হাত বাড়াও। জলের
ভিতর সাঁতার কাটে পানকৌড়ি!