এখানে গন্ধম ছিটাবেন না

যুবতীর আসা-যাওয়া হয়

রঙের জমিনে সভ্যতার হামাগুড়ি

          যতিন মাঝির ঘরে নয় সন্তান

          অতঃপর মন্দিরা হাঁটে

হাজার ইতিহাস তুলে রাখে শিকায়

আমি মাতাল হই ফাগুনের ঘ্রাণে

                   প্রাণে জাগে কথা, একটু একটু ব্যথা

                    সে ছাড়া কেমন লাগে?

দূরে গাছগাছালি, ভাটিয়ালি গানে হাওয়া

অচেনা সুর বয় স্মৃতির পাতায়                    তবুও সুখ ঝরে বকুলতলায়